শাওমি’র রেডমি নোট ৬ প্রো, অল্প দামে সুবিধা অনেক===============
রেডমি নোট ৬ সিরিজের সফলতার ধারাবাহিকতায় শাওমি নিয়ে এলো রেডমি নোট ৬ প্রো। সুলভ মূল্যে দামী ফোনের সব সুবিধা থাকায় ইতোমধ্যে মোবাইল ফোনটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।
শাওমি রেডমি নোট ৬ প্রো বডি এর ডিসপ্লে ৬ দশমিক ২৬ ইঞ্চি। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৬৩৬ চিপসেট। আর অপারেটিং হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১। সাথে যুক্ত হবে শাওমি এর নিজস্ব ইউজার ইন্টারফেস ‘এমআই ইউআই ৯’।
ফোনটিতে থাকবে দুটি রিয়ার ক্যামেরা এবং দুটি ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা এর একটি ১২ মেগাপিক্সক্সেল এবং অপরটি ৫ মেগাপিক্সেল এর। আর সেলফি ক্যামেরা এর একটি ২০ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেল।
ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম আর ইন্টারনাল মেমরি ৩২ জিবি। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরির একটি ভ্যারিয়েন্ট রয়েছে। দুটি ভ্যারিয়েন্টেই মেমরি কার্ড জগ করে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। মোবাইল ফোনটির রয়েছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটি ব্ল্যাক, ব্লু, রোজ গোল্ড, রেড এই চারটি রঙে পাওয়া যাবে, 2018 অক্টোবরেই ফোনটি বেশ কয়েকটি দেশে উন্মোচিত হয়েছে । ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম বাংলাদেশী টাকায় 9500.00 টাকা।