খালি ঘরে কেন বিদ্যুৎ অপচয় করবেন ? বরং বিদ্যুৎ বাঁচান, সাথে খরচ কমান । আপনি সুইচ অফ করতে ভুলেগেলেও কোনো অসুবিধা নেই, সুইচ নিজে নিজেই অফ হয়ে যাবে যদি ঘরে কেউ না থাকে । আবার ঘরে কেউ ঢুকলেই লাইট, ফ্যান সব অন হয়ে যাবে নিজে নিজেই । চমৎকার এই যন্ত্রটি হলো Motion Sensor Switch. । এটি উষ্ণ প্রাণীদেহ থেকে নির্গত ইনফ্রারেড রশ্মি সনাক্ত করতে পারে । তাই যন্ত্রটির ১০ বা ১৫ ফুটের মধ্যে কোনো প্রাণী (যেমন : মানুষ, ইঁদুর ইত্যাদি) আসলেই এটি চালু (ON ) হয়ে যায় । এবং মানুষের নড়াচড়া না থাকলে কিছু সময় পর এটি অফ হয়ে যায় ।
এর সাহায্যে ঘরের লাইট, ফ্যান, কলিং-বেল, বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে । এটি ব্যবহারের সম্ভাব্য ক্ষেত্র গুলো হলো : রান্না ঘর, সিঁড়ি ঘর, বাথ-রুম, বেড-রুম, মিটিং রুম, গ্যারেজ , ক্লাস রুম ,মসজিদ, ইত্যাদি ।
যেমন :
১. ডিভাইসটি সিঁড়ি ঘরের লাইট এর সাথে সংযুক্ত করুন । এখন সিঁড়ির কাছে মানুষ আসলেই লাইট on হয়ে যাবে এবং মানুষটি সিঁড়ি বেয়ে চলে গেলে লাইট অফ হয়ে যাবে ।
২. ডিভাইসটি কলিং-বেল এর সাথে সংযুক্ত করুন , এবার আপনার দরজার কাছে কোনো মানুষ আসলে নিজে নিজেই কলিং-বেল বাজতে থাকবে ।
৩. ডিভাইসটি মসজিদে ব্যবহার করতে পারেন । এক্ষেত্রে মুসল্লিরা মসজিদে প্রবেশ করলেই লাইট ফ্যান চালু হয়ে যাবে এবং নামাজ শেষে চলে গেল আবার সব অফ হয়ে যাবে ।