আপনারা যারা শখের বশে অথবা পেশা হিসাবে ক্যারিয়ার শুরু করতে চান অথবা বিভিন্ন ভিডি ও বিঙ্গাপনে পন্যর প্রমোশন অথবা কোন পাটির আইকন হিসাবে আথবা বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ উপস্হাপক হিসাবে কাজ করতে চান আমরা তাদেরই খুজছি ।
আপনারা চাইলে আমরা আপনাকে সেই স্বপ্নের গন্তবো পৌছে দিতে পারি ।
মডেল হওয়ার জন্য আবশ্যক
ছেলে মেয়ে উভয় করতে পারবে
বয়স সীমা মেয়েদের জন্য ৩৬ উপরে না ছেলেদের ক্ষেএে ৩০ উপরে না
কষ্ট করার মানসিকতা (মডেলিংয়ের নিয়মকানুন রপ্ত করার জন্য অনুশীলনের জন্য শারীরিক ও মানসিক পরিশ্রম)
ভালোবাসা ও শ্রদ্ধা (মডেলিংয়ে ভালোবাসা ও শ্রদ্ধা না থাকলে এ পেশায় ভালো করা যাবে না)
প্রতিনিয়ত শেখার মধ্যে থাকা (প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশ, ফ্যাশন ও মডেলদের সঙ্গে সমন্বয় করতে হয়, তাই শেখার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখা না গেলে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব হবে না)
শিক্ষাগত যোগ্যতা :এস.এস.সি পাশ্বের নিচে না
সাধারণত যাঁরা মডেল হতে চান, তাঁদের ভালো কিছু ফটোসেশন করিয়ে সেই সঙ্গে চমৎকার একটি পোর্টফোলিও তৈরি করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, এজেন্সির অফিসে দিয়ে আসতে হয়।
আমাদের লক্ষ্য:মিডিয়াতে নতুন প্রতিভাবান মডেল অভিনেতা উপস্থাপক তৈরির চিন্তা চেতনা থেকে আয়োজন ।
মিডিয়াতে আসতে একজন নতুন কে কাজ শুরু করার জন্য করনীয় ইত্যাদি বিষয় সম্পকে সম্যক ধারনা প্রদান করা হইবে ।পাশাপাশি মডেলিংয়ের জন্য প্রফেশনাল ফটোশুট বা প্রফেইল তৈরি-ফটোশুটে নিজের মানসম্পন্ন-উপস্থাপন-মডেল ব্যাক্তিতের যথার্থ বিকাশের প্রয়োজনীয় টে্রনিং করানো হবে ।
ক্যারিয়ার হিসাবে মডেলিং :ক্যারিয়ার হিসাবে মডেলিং অত্যন্ত যুগোপযোগী ইদানিং অনেক বেশি ছেলে মেয়েরা সবাই এই পেশায় আসতে চাইছে ।আর গ্লামার কোন ফিল্ম স্টারের চেয়ে কম নয় ।তবে এটা ঠিক যে নতুন একজন মডেলের প্রতিষ্ঠিত হতে কঠিন পরিশ্রম করতে হয় ।তবে মডেলিং পেশাটা অন্য পেশার মতো নয় কিছুটা আটের কলা কৌশল ভালো লাগার বিষয় বস্তু আছে মজার বিষয় ।
নিজস্বতা তৈরি (অনেকেই কোনো একজন জনপ্রিয় মডেলকে দেখে মডেলিংয়ে উৎসাহী হয়। কিন্তু সেটা থাকতে হবে উৎসাহ পর্যন্তই। এরপর যখন প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তখন ওই মডেলকে কপি করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই মডেল হতে হলে নিজস্ব একটা স্টাইল দাঁড় করাতে হবে)
কিছু ভাগ :কো-অর্ডিনেটিং-রম্প শো-কোরিও গ্রাফী কিংবা ইভেন্ট-ম্যানেজমেন্ট-অভিনয়-ইত্যাদি অথ্যাৎ মডেলিংয়ের ক্যারিয়ার অত্যন্ত উৎজ্বল ক্যারিয়ার ।
মডেল হবেন যেভাবে :ফটো সেশনের মাধ্যামে একটি পোর্টফোলি ও তৈরি করুন ।
কাজের ক্ষেএ :মডেলিংয়ের কাজের ক্ষেত্র মূলত দুটি। একটি হলো টেলিভিশন মিডিয়া আর অন্যটি প্রিন্ট মিডিয়া। জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা জানান, আমাদের দেশের মিডিয়াতে সিনেমা ও নাটকে এ রকম অনেক উদাহরণই আছে, যাঁদের অনেকে প্রথমে মডেলিং শুরু করেছেন অথচ এখন জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী। টুম্পা আরো জানান, তাঁর মডেলিং শেখানোর স্কুল 'স্ন্যাপশট' থেকে গ্রুমিং করে অনেকে মিডিয়ার নানা জায়গায় কাজ করছেন। যেমন স্টেজ বা টিভি অনুষ্ঠান উপস্থাপনা,
ফ্যাশন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো পদে চাকরি, পোশাক ডিজাইন করা, সংবাদ পাঠ ইত্যাদি।
নোট: আমরা বিভিন্ন কোর্স এবং অভিঙ্গ দের আমাদের সাথে কাজ করার সুযোগ করে দেই ।
SS.computer & ICT Center
Fecebook page: www.facebook.com/ss.computer.online
youtube. channel : SS Computer & ICT Center
Mobile : 01616631057/01783368885/01820297600
Email: stylemodelbd@gmail.com
North Circular Road Kolabagan –Dhaka-1205