নেপোলিয়ন হিলের প্রথম দিকের লেখা থেকে শুরু করে শেষ লেখাগুলো নিয়ে কাজ করে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ভাবছি। এখানের লেখাগুলো তার বিভিন্ন কোর্স, বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে। তার চিন্তাধারা আমি অনেক বেশি উপভোগ করেছি। যেমনটা ডক্টর হিল আমাদের জানিয়েছেন, 'এই পৃথিবীতে নতুন কিছুই নেই', তার চিন্তাধারার প্রতিফলন এখানে আমরা পেয়ে থাকি, যা দিয়ে উনি পৃথিবী বদলে দারুণ ভূমিকা রেখেছিলেন। খাদহীন সোনার মতোন তিনি একটি বই লিখেছিলেনঃ ঈশ্বরই মূল মানদণ্ড। আপনাদের কাছে আমিও সেই বইটির প্রশংসার দাবিদার। এখানে ৫২টি অধ্যায় রয়েছে, প্রতি সপ্তাহে একটি পড়ার জন্যে। কম পড়ুন, কাজের প্রতিফলন খুঁজে বের করুন, এবং যখনি আপনি কোন কাজের ভিতরের সূত্রটি খুঁজে পাবেন, সাথে সাথে কাজে নেমে পরুন। ডক্টর হিলের সাথে সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাইঃ যখন আমাদের অবচেতন মনে কোন একটি পরিকল্পনা চলে আসে, তখন সে কাজ সমাধা করতে যে বুদ্ধিগুলো আমাদের মাথায় চলে আসে, সবগুলো নিয়ে ভাবুন এবং পরক্ষণেই কাজে নেমে পরুন। ইস্তততা বোধ করবেন না, তর্ক করতে যাবেন না, নিজেকে সামনে ঠেলে নিয়ে যান, দুশ্চিন্তা বাদ দিয়ে যা নিজের ভাল মনে হয়, তা-ই করুন! সেই কাজটিতেই সম্পূর্ণ মনোযোগ দিন! এই বইটি পড়ার মাধ্যমে আপনার ভিতরের যে মানুষটি হতে আপনি এতদিন আপ্রাণ চেষ্টা করেছিলেন, সে মানুষটি হতে আরো এক ধাপ এগিয়ে যাবেন। নিজের মনের জানালা খুলে আপনি এতদিন যে মানুষটি হওয়ার জন্যে প্রার্থনা করছেন, পৃথিবীতে যে উদ্দেশ্যে এসেছেন, সেই সত্য খুঁজে পাবেন। জীবনের এই পথচলা উপভোগ করুন! এই বইটিও উপভোগ করুন!