ডেসটিনেশন এর সাথে সোনারগাঁ ও ময়নামতি ভ্রমন।
ছায়া ঢাকা, পাখি ডাকা, শান্ত সিগ্ধ অপরূপ সৌন্দর্যের সন্ধানে যদি আপনি যেতে চান তো চলে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের কথা তো সর্বজনবিদিত। সোনারগাঁয়ে দেখার মতো রয়েছে এমন অসংখ্য স্থান যেগুলোর সব বর্ণনা হয়তো করা গেল না কিন্তু ছুটির কোনও একদিনে ঘুরে বেড়ালেও সোনারগাঁকে দেখে শেষ করা যাবে না। ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রণে আমরা আধুনিক সোনারগাঁকে দেখব দু’চোখ ভরে।
#_আর_সাথে_থাকছে…………………
কুমিল্লা জেলার চিত্তাকর্ষন স্থান গুলোর কথা চিন্তা করলেই প্রথমেই আসে ময়নামতির নাম। এই স্থানটি কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থান। ময়নামতি ছাড়াও কুমিল্লার ক্যান্টরম্যান্ট এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া পৃথিবীর বিভিন্ন দেশের সৈনিকদের কবর রয়েছে। ময়নামতিতে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি ঐতিহাসিক স্থাপনা রয়েছে।
তাই হাতে ১দিন সময় নিয়ে বেড়িয়ে পড়ুন দি ডেসটিনেশন এর সাথে এ সৌন্দর্য অবলোকন করার জন্য, যা আপনার সুন্দর একটি স্মৃতি হয়ে কল্পনায় গেঁথে থাকবে।
#_ভ্রমণ_বৃত্তান্তঃ-
সকাল ৮ টায় মতিঝিল থেকে সোনারগাঁয়ের উদ্দ্যেশে রওনা দেবো। সোনারগাঁয়ে পৌছেঁ সকালের নাস্তা করে সোনারগাঁর বিভিন্ন স্থানগুলো ঘুরে ঘুরে দেখবো যেমন- পানাম নগর ও লোকশিল্প জাদুঘর এরপর কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবো। কুমিল্লার পৌছেঁ দুপুরের খাবার খাবো, সেখানে ময়নামতি ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো। সেখানে বিকালের নাস্তা করে সন্ধ্যায় ঢাকা উদ্দেশ্যে রওয়ানা হবো।
#_যা_যা_দেখবো
• শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর (সোনারগাঁ)
• পানাম নগর (সোনারগাঁ)
• শালবন বিহার (কুমিল্লা)
• ময়নামতি জাদুঘর (কুমিল্লা)
• ওয়্যার সিমেট্রি (কুমিল্লা)
#_প্যাকেজ_মূল্যঃ-
• ১,৫০০/-মাত্র (প্রতিজন)।
বুকিং ফি ৫০০ টাকা।
➡ ভ্রমণের তারিখঃ ২০ অক্টোবর ২০১৭। (শুক্রবার ছুটির দিন)
➡ বুকিং এর শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০১৭ পর্যন্ত।
➡ বিস্তারিত জানতে ☎ ০১৫১৫৬৮৭৩৪৯ ( শাহাদাত হোসেন )
০১৭৯৪-৬০৪৪৬৮ ( আবুল হাসান )
#_শিশুদের_জন্যঃ
❒ ০ থেকে ৪ বছর: ফী লাগবেনা। ( বাবা/মা’র সাথে সিট শেয়ার করবে, আলাদা খাবার পাবে না )
#_প্যাকেজের_মধ্যে_যা_যা_থাকছেঃ-
• এসি মাইক্রোবাস বা এসি মিনি বাসে যাতায়াত।
• ৩ বেলা খাবার ( সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা।
• প্রফেশনাল ট্যুর ফটোগ্রাফার।
• পার্কিং চার্জ, প্রবেশ ফি এবং টোল ফি ।
• দক্ষ গাইড।
#_খাবার:
সকাল: পরোটা, ভাজি/ডাল, ডিম, চা।
দুপুর: চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি অথবা ভাজি/ ভর্তা, মুরগীর ঝাল ফ্রাই, ডাল, কোল্ড ডিঙ্কস, পানি।
বিকাল: স্ন্যাকস, চা।
#_প্যাকেজের_মধ্যে_যা_যা_থাকছে_নাঃ-
• ব্যক্তিগত কোন খরচ।
#_যাযা_জানা_থাকা_দরকারঃ-
• মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজনে পাওয়ার ব্যংক নিয়ে আসতে পারেন।
• পরিবেশ ও পরিস্থিতির কারণে যেকোন সময় কিছু পরিবর্তন হতে পারে।
#_বুকিংয়ের_নিয়মঃ-
বুকিং করতে পারবেন বিকাশ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, অথবা সশরীরে আমাদের অফিসে এসে বুকিং করতে পারবেন।
*** বিকাশ কিংবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই সাথে খরচ দিয়ে দিতে হবে, তা না হলে বুকিং কনফার্ম করা হবে না।
*** বিকাশ কিংবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই TrxID টা The Destination এর ইনবক্সে নাম, ঠিকানা সাথে ফোন নাম্বার দিলেই বুকিং কনফার্ম হবে।
➡ বিকাশ: 01515687349 (পার্সনাল নাম্বার)
➡ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং: 015156873490
#_ট্যুরে_যাবার_নিয়ম_নির্দেশনা:
০১) ট্যুরের কোনো প্ল্যান পরিবর্তনের একমাত্র ক্ষমতা থাকবে শুধুমাত্র ট্যুর অপারেটরের/ গাইডের।
০২) ট্যুরে এসে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিবেন না. সবসময় ট্যুর অপারেটরের/ গাইডের নির্দেশিত পথে চলতে হবে।
০৩) একা কোথাও গেলে এক মাত্র ট্যুর অপারেটরের/গাইডের সাথে আলোচনা করে যাবেন।
০৪) ট্যুর শেষ হবার আগে কেউ চলে যেতে চাইলে অপারেটরের/গাইডের সাথে আলোচনা করে যাবেন। সেক্ষেত্রে ট্যুরের নিয়ম ভঙ্গ হয়েছে বলে বিবেচিত হবে. নিজ খরচে বাড়ি ফিরতে হবে।
০৫) ট্যুরে এসে আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হলে বা ঝামেলার সৃষ্টি হলে এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাবেন। এর সকল দায়-দায়িত্ব আপনার।
০৬) ট্যুর প্ল্যানের বাহিরে ব্যক্তি গত খরচ আপনাকেই বহন করতে হবে।
০৭) যেকোনো দরকারে অপারেটরের/গাইডের সাথে আলোচনা করুন।
০৮) সকল বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
#_Office:
The Destination
Suite No # 9 &10. 2nd Floor, Kader Shopping Mall, 10 Hatkhola Road
Mobile: 01515-687349, 01974-604468